Homeআন্তর্জাতিক২০২৪ সালে ২৩টি টার্নকি প্রকল্পে আলাপালার নতুন মাইলফলক

২০২৪ সালে ২৩টি টার্নকি প্রকল্পে আলাপালার নতুন মাইলফলক

-

শস্য, ফিড ও পাস্তা প্রক্রিয়াকরণের প্রযুক্তিতে বিশেষায়িত শীর্ষস্থানীয় গ্লোবাল গ্রুপ আলাপালা ২০২৪ সালেও শীর্ষস্থান ধরে রেখেছে। ২০২৪ সালে আলাপালা ৫টি মহাদেশের ১৪টি দেশে ২৩টি টার্নকি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে, যা আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্যাপ্তি আরও প্রসারিত করতে সহায়ক ভূমিকা রেখেছে। এই খাতে অগ্রণী ভূমিকা পালন করার কারণে এই প্রতিষ্ঠানের অবস্থান আরও দৃঢ় হয়েছে।

উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, আলাপালা ১২৯ মিলিয়ন ডলার মূল্যের ৩৮টি চলমান প্রকল্পের একটি পোর্টফোলিও ঘোষণা করেছে। এই শক্তিশালী পাইপলাইন বিশ্বব্যাপী ক্লায়েন্টদের জন্য উদ্ভাবনী ও অত্যাধুনিক সমাধান নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে, আলাপালার উদ্ভাবনী পদ্ধতি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে এই খাতে নতুন মানদণ্ড তৈরি করে আসছে। প্রতিষ্ঠার ৭০তম বছরে মান বজায় রাখার মাধ্যমে এই খাতের সকল অংশীজনদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করে যাচ্ছে আলাপালা।

প্রতিষ্ঠানটির সিইও গোরকেম আলাপালা নিজেদের সাফল্য ও উচ্চাকাঙ্ক্ষার ওপর জোর দিয়ে বলেন, গত বছর আমরা ৫টি মহাদেশ জুড়ে ২৩টি টার্নকি প্রকল্প সম্পন্ন করেছি; আলাপালার প্রতি আমাদের গ্রাহকদের আস্থার কারণে এটি সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতে আমরা কেবল অত্যাধুনিক প্রযুক্তিই নয়; বরং টেকসই ও দক্ষ সমাধান প্রদান করার মাধ্যমে এই খাতের জন্য নতুন মান নির্ধারণ করার লক্ষ্যে কাজ করে যাবো। আমাদের চলমান ১২৯ মিলিয়ন ডলারের পোর্টফোলিও প্রমাণ করে যে, প্রতিষ্ঠান হিসেবে আলাপালার দক্ষতার ওপর সকলের আস্থা আছে। আলাপালার টার্নকি প্ল্যান্টগুলোর ক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি প্রদান করে, যা এই খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগটি কোম্পানি প্রদত্ত ইঞ্জিনিয়ারিং ও অটোমেশন সমাধানের প্রতি অটল আস্থার প্রতিফলন।

গোরকেম আলাপালা আরও বলেন, এই ওয়ারেন্টির মাধ্যমে আমরা তিন বছরের জন্য সর্বোচ্চ কর্মদক্ষতা ও সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিতে নিরলস কাজ করে যাচ্ছি। আলাপালা কেবল প্ল্যান্ট তৈরি করে দিচ্ছে না; বরং আমরা বিশ্বজুড়ে আমাদের ক্লায়েন্টদের জন্য আস্থা, উদ্ভাবন ও শ্রেষ্ঠত্ব নিশ্চিত করছি। উচ্চাভিলাষী লক্ষ্য ও গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে, আলাপালা শস্য, ফিড ও পাস্তা প্রক্রিয়াকরণের প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LATEST POSTS

মা দিবসে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। জলকন্যা নারীদের একটি সংগঠন। এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব...

ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে...

ই-কমার্সে আস্থা ফেরাতে চান জান্নাতুল হক শাপলা

দেশের ই-কমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ই-ক্যাব ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক পদপ্রার্থী ও এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল...

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

এশিয়াজুড়ে জনপ্রিয় অনলাইন স্পোর্টস ও গেমিং প্ল্যাটফর্ম ক্রিকেক্স তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী ও দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে...

Most Popular