Homeরাজনীতিখাগড়াছড়িতে নৌকার পক্ষে জাহাঙ্গীর কবির নানকের ব্যপক জনসংযোগ ও জনসভা

খাগড়াছড়িতে নৌকার পক্ষে জাহাঙ্গীর কবির নানকের ব্যপক জনসংযোগ ও জনসভা

-

 

খাগড়াছড়ি প্রতিনিধি॥
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি‘র জালাও পোড়াও এবং খাগড়াছড়ির গডফাদার ওয়াদুদ ভূইয়ার অত্যাচার নির্যাতনের বিপরীতে এবং অসাম্প্রদায়িতক চেতনার পক্ষে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। সারাদেশে যে অপ্রতিরোধ্য উন্নয়ন চলছে তা আরো বেগবান করতে আগামী পৌরসভা নির্বাচনে শেখ হাসিনা মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে বিজয়ী করারও আহবান জানান তিনি।
শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত দলীয় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গির কবির নানক এই আহবান জানান।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। কর্মী সভায় সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক বিদ্রোহী প্রার্থীর তীব্র সমালোচনা করে বলেন, বিদ্রোহী প্রার্থী হয়ে যিনি শেখ হাসিনার সিদ্ধান্ত অগ্রাহ্য করেছেন আওয়ামীলীগে তার আর স্থান নেই। তিনি বলেন, আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক বড় দল। যারা দলের সিদ্ধান্ত অমান্য করবেন; দলকে নিয়ম শৃংখলার মধ্যে রাখার স্বার্থে তাকে চরম মূল্য দিতে হবে। তারা কখনো আওয়ামীলীগের সদস্য পদ পাবেন না। নৌকায় উঠতে পারবেনা। বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নেবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
কর্মী সমাবেশ শেষে জাহাঙ্গির কবির নানক এর নেতৃত্বে নৌকার সমর্থনে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করা হয়। দলীয় কার্যালয় থেকে বের হয়ে নির্বাচনী প্রচারণা চলে শাপলা চত্বর, আদালত সড়কসহ বিভিন্ন এলাকায়।

 

LATEST POSTS

মা দিবসে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। জলকন্যা নারীদের একটি সংগঠন। এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব...

ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে...

ই-কমার্সে আস্থা ফেরাতে চান জান্নাতুল হক শাপলা

দেশের ই-কমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ই-ক্যাব ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক পদপ্রার্থী ও এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল...

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

এশিয়াজুড়ে জনপ্রিয় অনলাইন স্পোর্টস ও গেমিং প্ল্যাটফর্ম ক্রিকেক্স তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী ও দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে...

Most Popular