একাত্তর সময় সংবাদ।।
হাজীগঞ্জের কৃতী সন্তান, মুক্তিযুদ্ধকালীন বিএলএফের অন্যতম কমান্ডার, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম ওরফে মোহন সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, স্বাধীন দেশে স্বাধীনতার স্ক্ষের শক্তি ক্ষমতায় থাকাকালীন একজন মুক্তিযোদ্ধা হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গন বিরোধী সমাবেশে অংশ নিতে গিয়ে হামলার শিকার হবেন এবং তার পরিণতিতে তিনি মৃত্যুবরণ করবেন-এটা মেনে নেয়া যায় না। তিনি মোহন সিরাজের ওপর চিহ্নিত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানিয়েছেন।