একাত্তর সময় সংবাদ।।
মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা করোনাভাইরাস সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ড. মসিউর রহমান যেমন সদা হাস্যোজ্জল একজন ব্যক্তি, তেমনি তাঁর স্ত্রী রওশন রহমান ইভাও ছিলেন সবার সাথে সৌহার্দ বজায় রেখে চলার একজন মানুষ। তিনি সামাজিক বিভিন্ন উন্নয়ন কাজেও বেশ অবদান রেখে গেছেন সুনামের সাথে।
জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা জনাব ড. মসিউর রহমান নিজেও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।