স্পোর্টস রিপোর্টার ।
‘বাদল রায় একজন কৃতী ফুটবলার। গুণী সংগঠক, নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব’, শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রয়াত বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
তিনি যোগ করেন, ‘বাদল রায় জীবনের শেষদিন পর্যন্ত ছিলেন আওয়ামী লীগ ও মোহামেডান অন্তঃপ্রাণ। সৎ ও নির্লোভ ক্রীড়া ব্যক্তি ছিলেন।’ শনিবার শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে স্মরণ সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘একজন গুণী মানুষ ছিলেন বাদল রায়। মাঠে যেমন ছিলেন চৌকস, ঠিক তেমনি সংগঠক হিসেবেও ছিলেন দক্ষ।
এমন একজন ক্রীড়াপ্রেমীকে হারিয়ে আজ কাঁদছে ক্রীড়াঙ্গন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। বাদল রায়ের নামে দেশে একটি ক্রীড়া স্থাপনা করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ এ সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ, আওয়ামী লীগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মান্নাফী, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আবদুল গাফফার, শেখ মো. আসলাম, ইমতিয়াজ সুলতান জনি, সত্যজিৎ দাস রুপু, কাজী জসিম উদ্দিন জোসি, ইমতিয়াজ আহমেদ নকীব, মানস বোস ধলু, অমিত খান শুভ্র, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, চ্যানেল ২৪এর ক্রীড়া সম্পাদক সিনিয়র সাংবাদিক দিলু খন্দকার, ক্রীড়া জগতের সম্পাদক দুলাল মাহমুদ, যুগান্তরের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোজাম্মেল হক চঞ্চল, মোহামেডান ফুটবলের কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর কর্মকর্তা আসাদুজ্জামান বাদশা উপস্থিত ছিলেন। এছাড়া বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় ও মেয়ে গঙ্গোত্রী রায় উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।
