Homeখেলাধুলাবাদল রায়ের নামে ক্রীড়া স্থাপনা হবে - প্রতিমন্ত্রী

বাদল রায়ের নামে ক্রীড়া স্থাপনা হবে – প্রতিমন্ত্রী

-

স্পোর্টস রিপোর্টার ।
‘বাদল রায় একজন কৃতী ফুটবলার। গুণী সংগঠক, নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব’, শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রয়াত বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
তিনি যোগ করেন, ‘বাদল রায় জীবনের শেষদিন পর্যন্ত ছিলেন আওয়ামী লীগ ও মোহামেডান অন্তঃপ্রাণ। সৎ ও নির্লোভ ক্রীড়া ব্যক্তি ছিলেন।’ শনিবার শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে স্মরণ সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘একজন গুণী মানুষ ছিলেন বাদল রায়। মাঠে যেমন ছিলেন চৌকস, ঠিক তেমনি সংগঠক হিসেবেও ছিলেন দক্ষ।
এমন একজন ক্রীড়াপ্রেমীকে হারিয়ে আজ কাঁদছে ক্রীড়াঙ্গন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। বাদল রায়ের নামে দেশে একটি ক্রীড়া স্থাপনা করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ এ সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ, আওয়ামী লীগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মান্নাফী, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আবদুল গাফফার, শেখ মো. আসলাম, ইমতিয়াজ সুলতান জনি, সত্যজিৎ দাস রুপু, কাজী জসিম উদ্দিন জোসি, ইমতিয়াজ আহমেদ নকীব, মানস বোস ধলু, অমিত খান শুভ্র, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, চ্যানেল ২৪এর ক্রীড়া সম্পাদক সিনিয়র সাংবাদিক দিলু খন্দকার, ক্রীড়া জগতের সম্পাদক দুলাল মাহমুদ, যুগান্তরের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোজাম্মেল হক চঞ্চল, মোহামেডান ফুটবলের কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর কর্মকর্তা আসাদুজ্জামান বাদশা উপস্থিত ছিলেন। এছাড়া বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় ও মেয়ে গঙ্গোত্রী রায় উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।

LATEST POSTS

মা দিবসে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। জলকন্যা নারীদের একটি সংগঠন। এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব...

ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে...

ই-কমার্সে আস্থা ফেরাতে চান জান্নাতুল হক শাপলা

দেশের ই-কমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ই-ক্যাব ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক পদপ্রার্থী ও এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল...

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

এশিয়াজুড়ে জনপ্রিয় অনলাইন স্পোর্টস ও গেমিং প্ল্যাটফর্ম ক্রিকেক্স তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী ও দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে...

Most Popular