Homeখেলাধুলাফুটবলার জামাল ভুঁইয়ার করোনা পজিটিভ

ফুটবলার জামাল ভুঁইয়ার করোনা পজিটিভ

-

একাত্তর সময় সংবাদ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে গত বৃহস্পতিবার জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। শনিবার পজেটিভ রিপোর্ট আসে।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে আরওজানানো হয়, জামালের তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং কাতারের দোহায় একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন তিনি। বাফুফে সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছে।

কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু এর মধ্যে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন জেমি ডে। দ্বিতীয় ম্যাচে ডাগআউটের বাইরে থাকা ইংলিশ কোচের কাতারে যাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছিল। যদিও ম্যাচের ঠিক আগমুহূর্তে সুস্থ হয়ে ওঠায় বিশ্বকাপ বাছাই ম্যাচে পাওয়া যায় তাকে।

LATEST POSTS

মা দিবসে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। জলকন্যা নারীদের একটি সংগঠন। এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব...

ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে...

ই-কমার্সে আস্থা ফেরাতে চান জান্নাতুল হক শাপলা

দেশের ই-কমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ই-ক্যাব ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক পদপ্রার্থী ও এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল...

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

এশিয়াজুড়ে জনপ্রিয় অনলাইন স্পোর্টস ও গেমিং প্ল্যাটফর্ম ক্রিকেক্স তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী ও দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে...

Most Popular