Homeতথ্যপ্রযুক্তিডিজিটালি যাত্রা শুরু করলো ম্যারেজ সলিউশন বিডি

ডিজিটালি যাত্রা শুরু করলো ম্যারেজ সলিউশন বিডি

-

দীর্ঘ এক যুগ ধরে পাত্র-পাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান ম্যারেজ সলিউশন বিডি এবার ডিজিটালি কার্যক্রম শুরু করলো। অনলাইনে সহজেই পাত্র-পাত্রীর সন্ধান দেবে তাদের নতুন ওয়েবসাইট ম্যারেজ সলিউশন বিডি ডটকম (www.marriagesolutionbd.com)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মত বিশাল জনগোষ্ঠীর দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত পাত্র-পাত্রীর খোঁজ পাওয়া বেশ কঠিন কাজ। এ কাজটিকেই সহজ করতে অনলাইনে বিশাল ভাণ্ডার নিয়ে হাজির হয়েছে ম্যারেজ সলিউশন বিডি ডটকম।

মানবিকতা, সাধনা এবং সেবার ঠিকানা-ম্যারিজ সলিউশন বিডি এই স্লোগান নিয়ে ২০১২ সাল থেকে নিরবে নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশে এবং বিদেশে সেবা দেয়ার ফলে অসংখ্য পাত্র-পাত্রীর ডাটাবেজ তৈরি হয়েছে। ফলে এখন দ্রুত এবং সহজেই পাত্র-পাত্রীর সন্ধান পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে। ব্যক্তিগত পছন্দ, পেশা, ধর্ম এবং অন্যান্য বৈচিত্র্যের ভিত্তিতে যোগ্য ও বিশ্বস্ত পাত্র-পাত্রীর সন্ধান দেয়া হয় এই অনলাইন প্ল্যাটফর্মে।

এ ব্যাপারে ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের ম্যারেজ মিডিয়ার সেবা সম্পর্কে মানুষের ভুল ধারণা বদলে দেয়া। দীর্ঘ ১২ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে আমাদের অসংখ্য সফলতার গল্প রয়েছে। আশা করি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাফল্যের স্বাক্ষর রাখতে পারবে ম্যারেজ সলিউশন বিডি।

LATEST POSTS

নেতৃত্বের দ্বন্দেই কি ফেঁসে গেলেন জামালপুর সমিতি ঢাকার মহাসচিব?

জামালপুর সমিতি ঢাকার মহাসচিব, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মোহাম্মদ শফিকুল ইসলামকে ১০ নভেম্বর বিকেলে ঢাকার...

দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি বাংলাদেশের সুইচ ব্যাংক

দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের (এমসিসিএইচএসএল) বিরুদ্ধে সমবায় আইনে নিবন্ধন নিয়ে রীতিমতো ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। অবৈধ এই কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের...

১৫টি দেশে ২১টি টার্নকি প্রকল্প সফলভাবে সম্পূর্ণ করলো আলাপালা

শস্য, ফিড ও পাস্তা প্রক্রিয়াকরণের প্রযুক্তিতে বিশেষায়িত শীর্ষস্থানীয় গ্লোবাল গ্রুপ আলাপালা ২০২৩ সালে ১৫টি দেশে মোট ২১টি টার্নকি প্রকল্প সফলভাবে সম্পূর্ণ করেছে। এ বছর প্রতিষ্ঠানটি...

সংগঠন করার জন্য বঙ্গবন্ধু মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন – প্রধানমন্ত্রী

একাত্তর সময় সংবাদ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ত্যাগ করে সংগঠন গড়ে তোলার জন্য কাজ করেন।  বাংলাদেশে বোধহয় একজনই সংগঠন করার জন্য মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন, তিনি...

Most Popular