Homeতথ্যপ্রযুক্তিডিজিটালি যাত্রা শুরু করলো ম্যারেজ সলিউশন বিডি

ডিজিটালি যাত্রা শুরু করলো ম্যারেজ সলিউশন বিডি

-

দীর্ঘ এক যুগ ধরে পাত্র-পাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান ম্যারেজ সলিউশন বিডি এবার ডিজিটালি কার্যক্রম শুরু করলো। অনলাইনে সহজেই পাত্র-পাত্রীর সন্ধান দেবে তাদের নতুন ওয়েবসাইট ম্যারেজ সলিউশন বিডি ডটকম (www.marriagesolutionbd.com)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মত বিশাল জনগোষ্ঠীর দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত পাত্র-পাত্রীর খোঁজ পাওয়া বেশ কঠিন কাজ। এ কাজটিকেই সহজ করতে অনলাইনে বিশাল ভাণ্ডার নিয়ে হাজির হয়েছে ম্যারেজ সলিউশন বিডি ডটকম।

মানবিকতা, সাধনা এবং সেবার ঠিকানা-ম্যারিজ সলিউশন বিডি এই স্লোগান নিয়ে ২০১২ সাল থেকে নিরবে নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশে এবং বিদেশে সেবা দেয়ার ফলে অসংখ্য পাত্র-পাত্রীর ডাটাবেজ তৈরি হয়েছে। ফলে এখন দ্রুত এবং সহজেই পাত্র-পাত্রীর সন্ধান পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে। ব্যক্তিগত পছন্দ, পেশা, ধর্ম এবং অন্যান্য বৈচিত্র্যের ভিত্তিতে যোগ্য ও বিশ্বস্ত পাত্র-পাত্রীর সন্ধান দেয়া হয় এই অনলাইন প্ল্যাটফর্মে।

এ ব্যাপারে ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের ম্যারেজ মিডিয়ার সেবা সম্পর্কে মানুষের ভুল ধারণা বদলে দেয়া। দীর্ঘ ১২ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে আমাদের অসংখ্য সফলতার গল্প রয়েছে। আশা করি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাফল্যের স্বাক্ষর রাখতে পারবে ম্যারেজ সলিউশন বিডি।

LATEST POSTS

মা দিবসে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। জলকন্যা নারীদের একটি সংগঠন। এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব...

ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে...

ই-কমার্সে আস্থা ফেরাতে চান জান্নাতুল হক শাপলা

দেশের ই-কমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ই-ক্যাব ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক পদপ্রার্থী ও এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল...

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

এশিয়াজুড়ে জনপ্রিয় অনলাইন স্পোর্টস ও গেমিং প্ল্যাটফর্ম ক্রিকেক্স তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী ও দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে...

Most Popular