একাত্তর সময় সংবাদ।।
আজ বাংলাদেশ বাউল সমিতির আয়োজনে সম্মাননা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মীরপুর-১ এ বাউল সমিতি অফিসে চেয়ারম্যান আবদুস সোবহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বাউল সমিতির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা আলহাজ্ব সহিদুল্লাহ সদু,বাউল কল্যান ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসেন ভান্ডারী,কবি ফিরোজ আহমেদ, বাউল শিল্পী আবুল সরকার। সন্চালনা করেন বাউল সমিতির উপদেষ্টা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম।
সম্মাননা স্মারক দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ কুদ্দুস,আলহাজ্ব সহিদুল্লাহ সদু,মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, সোবহান সরকার, আবুল সরকার, তোফাজ্জল হোসেন ভান্ডারী,দিলাল উদ্দিন সরকার এবং বাদল সরকারকে।
সভা শষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (বাউল গান) অনুষ্ঠিত হয়।