মতলব উত্তর( চাঁদপুর) থেকে আল আমিন আরাফাত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকার দেশে যেভাবে উন্নয়ন করেছে তা প্রতিটি ঘর পর্যন্ত পৌছে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন ও দেশের উন্নয়ন করছেন। সেই সাথে প্রতিটি ঘরে জনকল্যাণমুখী সেবা পৌছে দিয়েছেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ১৩নং ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) ইউনিয়নের প্রতিটি রাস্তা-ঘাট উন্নয়ন করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপক উন্নয়ন করেছেন। শুধু তাই নয় সরকারের ঘোষনা অনুযায়ী শতভাগ বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়েছেন।
বক্তারা বলেন,আমরা চাই চেয়ারম্যান বাতেনের মত এমন একজন চেয়ারম্যানকে আজীবন ইউনিয়নবাসীর মাঝে থাকুক। যিনি সারাক্ষণ সেবার মনমানসিতায় থাকেন। আমরা যেকোন সময় আসলে তিনি সেবার দরজা খুলে দেন। আমাদের দাবী তৃতীয়বারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমাদের সেবা করবেন। এসময় উপস্থিত সকল নেতাকর্মীরা চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু’র উন্নয়নের প্রশংসা করেন ও তাকে পূণরায় চেয়ারম্যান হিসেবে পেতে জোড় স্লোগান তোলেন। পরে চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং যতদিন বেঁচে থাকবেন ততদিন ইসলামাবাদ ইউনিয়নবাসীর সেবা করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।
তিনি দলীয় মনোনয়নের বিষয়ে বলেন, আমি শতভাগ আশাবাদী দল আমাকে নৌকা প্রতিক দিবেন। নৌকা প্রতিক আবারও পেলে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
বাতেন বলেন, মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমীন রুহুল, জেলা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের প্রতি আমার অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে, দলের পক্ষে আমাকে মুল্যায়ন করা হবে। আমার ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে আমি মুল্যায়নের চেষ্টা করেছি এবং ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখবো।
ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগের সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভবতোষ চন্দ্র, সাধারণ সম্পাদক জোতিস চন্দ্র, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরেশ কালা, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ সিং, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের প্রধান, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আঃ শুক্কুর মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক প্রধান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ।
সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন প্রধান, সদস্য আক্তার হোসেন দরবেশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফরহাদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হিমু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক মুক্তা আক্তার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হানিফ দর্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাগ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহ আলম মিয়াজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
সভায় ছাত্রলীগ নেতা জিশান আহমেদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।