একাত্তর সময় সংবাদ।।
করোনা সংক্রমণের সময় থেকে অদ্যবধি জেলা প্রশাসন,চাঁদপুরের স্বেচ্ছাসেবক টিমের শতাধিক সদস্যবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের তত্ত্বাবধানে বিভিন্ন জনসেবামূলক কাজে প্রশাসনকে সহযোগিতার করে যাচ্ছে।
গতকাল নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ স্যারের সাথে তারা পরিচিত হন ও ভবিষ্যতেও এভাবে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের কথা শুনেন ও তাদের কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি তাদের সকলকে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর টি-শার্ট উপহার দেন। ভবিষ্যতেও তারা যেন অরাজনৈতিক ও নিরপেক্ষভাবে প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখেন এই আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মানিক।