Homeমতামতসত্যিকারের ইসলামের কথা বলতে হবে

সত্যিকারের ইসলামের কথা বলতে হবে

-

“বিয়েতে গান বাজনা করলে জানাজা পড়বেন না”, এই বলে হুমকি দিচ্ছেন আপনারা, এটা কোন দ্বীন ভাই? এমন উগ্র দ্বীন তো আমার রহমতের নবী ﷺ দিয়ে যান নাই। যেই নবীﷺ নিকৃষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মত মুনাফিক সর্দারের জানাজা পড়েছেন, আপনারা সেই নবীর উম্মত তো নাকি? শুধু সেই মুনাফিকের জানাজাই পড়েন নাই বরং তাকে নিজের জামা মোবারক দিয়ে দিয়েছেন তার কাফন বানানোর জন্য। কবরে নেমে মুখে নিজের থুথু মুবারক দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক যদি তাকে কবুল করে নেন। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করেন নাই তার মুনাফিকি ও নবী বিদ্বেষের কারণে সেটা ভিন্ন ইস্যূ। কারণ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নবী প্রেম টপ প্রায়োরিটি। কিন্তু হুজুর রাসূলুল্লাহ ﷺ জাহান্নামীকে জান্নাতী বানাতে চেষ্টার কোন ত্রুটি করেন নাই। এটা হচ্ছে ইসলাম।

অশ্লীল গান বাজনা ফাসিকি কাজ। গোনাহের কাজ। কিন্তু ফাসিকের জানাজা পড়া যাবে না, পড়ব না এটা কোন মুজতাহিদ ইমাম বলেছেন?

হ্যাঁ, বিয়েতে নারী পুরুষ মিলে অশ্লীল হিন্দী- বাংলা গান বাজনার তালে তালে নাচানাচি নিন্দনীয় ও কবিরা গোনাহের কাজ। এগুলো অবশ্যই পরিত্যাজ্য। সেজন্য কুরআন সুন্নাহের আলোকে দাওয়াত দিন মানুষকে। বুঝান মানুষকে। কিন্তু তা কী সূদ ও ঘুষের চাইতেও বড় গোনাহ? কই আজ পর্যন্ত তো হুমকি দিলেন না “সূদখোর ও ঘুষখোরের জানাজা পড়ব না”। বরং তাদের বাড়িতে দাওয়াত হলে মুখিয়ে থাকেন হুজুররা দাওয়াতে কখন যাবেন। তাদেরকে মঞ্চের দুই পাশে বসিয়েই ওয়াজ করেন।

কই আজ পর্যন্ত তো বললেন না যে, সেই সকল দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জানাজা পড়ব না যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে টাকার পাহাড় গড়েছে। বরং তাদের জানাজা পড়ানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় আপনাদের মাঝে৷ কী ভয়ানক আপনাদের মন মানসিকতা!

কই আজ পর্যন্ত তো শুনলাম না যে, “মাদ্রাসাতে সমকামীতার সাথে  যারা জড়িত হবে তাদের জানাজা পড়ব না” বলে হুমকি দিতে।
এতটা ঘৃণা, অহংকার, আমিত্ব ও হিংসা- বিদ্বেষ নিয়ে আপনারা ইসলামের খেদমত করবেন? মানুষের ইসলাহ করবেন? আগে নিজেরা ইসলাম প্রচার করার জন্য আত্মশুদ্ধির চর্চা করে করে একটা কলবি পর্যায়ে যান৷ তারপর মানুষকে দ্বীনের দাওয়াত দিন।
আল্লাহ পাক আমাদের উপরে খাস রহমত করুন। আমিন।

LATEST POSTS

মা দিবসে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। জলকন্যা নারীদের একটি সংগঠন। এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব...

ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে...

ই-কমার্সে আস্থা ফেরাতে চান জান্নাতুল হক শাপলা

দেশের ই-কমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ই-ক্যাব ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক পদপ্রার্থী ও এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল...

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

এশিয়াজুড়ে জনপ্রিয় অনলাইন স্পোর্টস ও গেমিং প্ল্যাটফর্ম ক্রিকেক্স তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী ও দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে...

Most Popular